আসসালামু আলাইকুম।
আপনি কি জানেন হিজামা (Cupping) কী? বিস্তারিত জানতে আর্টিকেল টি পড়ুন।
আসুন জেনে নেই হিজামা কি?
হিজামা একটি আরবি শব্দ, ইংরেজিতে বলা হয় Cupping, আর বাংলায় বলা হয় শিঙ্গা। এটি বহু প্রাচীণ একটি মেডিক্যাল ট্রিটমেন্ট । এটি মানব দেহের দূষিত রক্ত টেনে বের করা হয় । বর্তমানে এই চিকিৎসাটি উন্নত বিশ্ব সহ ভারত ও পাকিস্তানে ব্যপক প্রচলন আছে । আশার কথা বাংলাদেশেও এর প্রভাব পড়েছে ।
হিজামা একটি সুন্নত ভিত্তিক চিকিৎসা
১। ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, মিরাজের রাত প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই রাতে ফিরিশতাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন তারা বলেছেন, “আপনার উম্মাতকে রক্তক্ষরণের নির্দেশ দিন”। [গ্রন্থঃ ইবনু মা-জাহ (৩৪৭৭)]
২। সাঈদ ইবনু তালীদ (রহঃ) … আসিম ইবনু উমর ইবনু কাতাদা থেকে বর্ণিত যে, জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) অসুস্থ মুকান্নাকে দেখতে যান। এরপর তিনি বললেনঃ আমি সরবো না, যতক্ষ না তাকে শিঙ্গা লাগানো হয়। কেননা, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি নিশ্চয় এর (শিঙ্গার) মধ্যে রয়েছে নিরাময়। [গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৬৩/ চিকিৎসা (كتاب الطب) হাদিস নম্বরঃ ৫২৯৪]
৩। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) … ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, মাথায় বেদনার কারণে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় ‘লাহয়ি জামাল’ নামক একটি কুপের নিকটে মাথার শিঙ্গা লাগান। মুহাম্মাদ ইবনু সাওয়া (রহঃ) হিশাম (রহঃ) … ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাধা অবস্থায় অর্ধ মাথা বেদনার কারনে তার মাথায় শিঙ্গা লাগান। [গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ)৫২৯৬।]
এখানে মাত্র তিনটি হাদীস উল্লেখ করা হল । সহীহ হাদীস গ্রন্থগুলোর চিকিৎসা অধ্যায় পড়লে হিজামা সম্পর্কে আরো অনেক হাদীস খুজে পাবেন।
প্রিয় বোনেরা আসুন সুন্নতকে জানি, সুন্নত ভিত্তিক চিকিৎসা গ্রহণ করি এবং আল্লাহর রসূল (সাঃ) এর সুন্নতের আলোকে জীবন গড়ি, সুন্নত কে আকড়ে ধরি, সুস্থ্য সুন্দর জীবন কাটাই।